সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মারা গেলেন যুবলীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।
ফজিলাতুন্নেসা বাপ্পির পারিবারিক বন্ধু ও সাংবাদিক প্রভাষ আমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাপ্পির লাশ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে তার বাসায় নেওয়া হচ্ছে। সেখান থেকে বিকালে জানাজার উদ্দেশ্যে লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়। এরপর বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পী। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদেরও সদস্য ছিলেন তিনি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। ছাত্রাবস্থা থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd