সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ১০ বছরের ছোট বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করে সবসময়ই সমালোচিত বলি আইটেম কুইন মালাইকা অরোরা।
তাই এবার বয়স লুকানো নিয়ে নতুন টিপ্পনি শুনতে হলো মালাইকাকে। মেকআপ নিয়ে রীতিমতো ট্রলের শিকার তিনি। তাতেও ক্ষান্ত হননি ট্রলকারীরা। মালাইকাকে এই সময়ের সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রেটি হয়ে ওঠা রানাঘাট স্টেশনের রানু মণ্ডলের সঙ্গেও তুলনা করলেন কেউ কেউ।
ছবিতে তাকে অনেকেই বুড়ি বলে সম্বোধন করেছেন।
একজন লিখেছেন, অতিরিক্ত মেকআপ করে কতদিন আর নিজের বয়স লুকাবেন? যতই মেকআপ করুন না কেন, মুখের বলিরেখা লুকাতে পারবেন না কোনোভাবেই।
একজন লিখেছেন, আপনি এখন মেকআপের আস্ত বাক্স।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভারতের ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলের একটি ছবি। যেখানে মাত্রাতিরিক্ত মেকআপের কারণে কিম্ভুতকিমাকার দেখায় রানুকে। আর ছবিটি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন ভারতের নেটিজেনরা।
এবার মালাইকার এই মেকআপ নেয়াকে রানুর সেই ছবির সঙ্গে তুলনা করলেন কেউ কেউ।
একজন লিখেছেন, জিম করে রোগা হয়েছেন ঠিকই, কিন্তু রানু মণ্ডলের মতো মেকআপ নিয়ে হাজার চেষ্টা করেও বয়স লুকাতে পারবেন না। আপনার মুখের ভেতর থেকে দাঁত বাইরে চলে আসে। এসব তীব্র কটাক্ষের কোনোটিরই পাল্টা জবাব আসেনি মালাইকার পক্ষ থেকে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd