তাহিরপুরের আলোচিত এএসআই জহিরুল প্রত্যাহার

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

তাহিরপুরের আলোচিত এএসআই জহিরুল প্রত্যাহার

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর থানার আলোচিত এএসআই জহিরুল ইসলাম প্রত্যাহার করে শাল্লা থানায় বদলী করা হয়েছে।, বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম)।
তিনি আরো জানান, সোমবার দুপুরে এক দাফতরিক আদেশে তাকে বদলী করা হয়। একই আদেশে তাকে দ্রত জেলার শাল্লায় থানায় যোগদানের নির্দেশ প্রদান করা হয়।, কিন্তু বদলী ঠেকাতে রহস্যজনক কারনে থানার দায়িত্বশীলরা তার বদলী বা প্রত্যাহারের বিষয়টি চেঁপে রাখেন এএসআই জহিরুল ইসলাম জেলার ছাতক থানা থেকে চলতি বছরের ৯ জুলাই তাহিরপুর থানায় তদবীর করিয়ে বদলী হয়ে আসেন। এরপর থানার আওতাধীন বাদাঘাট পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।

Manual8 Ad Code

বাদাঘাট পুলিশ ফাঁড়িতে যোগদান করার পরই পরই বালু পাথর সমৃদ্ধ সীমান্তনদী জাদুকাঁটায় উওরসুরীদের ন্যায় মনোযোগী হয়ে আলেচিত হন এএসআই জহিরুল। এরপর জাদুকাঁটা নদীতে পরিবেশধ্বংসী অবৈধ সেইভ মেশিনে ও নদীর তীর কেঁটে বালু পাথর লুটেরাদেরা সাথে গোপন সমঝোতা করেন।,

Manual7 Ad Code

চলমান শুদ্ধি অভিযানে বালু পাথর খেকো দানবদের জাদুকাঁটা নদীর ঘাগটিয়ার বড়ইবাগ, আদর্শগ্রাম, বড়টেক, বড়টেকের পাঁকা সড়কের সম্মুখে, নদীর তীরে, বিন্ন্কাুলির জাঙ্গালহাটির সামনে নদীর ভাসমান চরে কয়েক শতাধিক সেইভ মেশিনে ও নদীর দু’তীর তীরে কেঁটে বালু পাথর লুটেরাদের সুবিধা দিয়ে নিজেও পুলিশী প্রভাবে দু’হাতে টাকা কামাতে ব্যস্ত হয়ে পড়েন।,

অভিযোগ উঠেছে, ঘাগটিয়ার গ্রামের জাদুকাঁটা নদীর তীরে থাকা বালু পাথর সমৃদ্ধ ভুমির কথিত মালিককানা দাবিদার ও একাধিক প্রভাবশালীদের সরকারি খাঁস খতিয়ানভুক্ত নদীরচর, নদীর তীর ও খাঁস ভুমি থেকে দিনে সেইভ মেশিনে এমনকি কোন কোন সময় রাতের আঁধারে নদীর তীর কেঁটে বালু পাথর লুটের সুবিধা দিয়ে ওই এএসআই নৌকা, ট্রলার ও প্রতিফুট হারে বখরা আদায় করে যাচ্ছেন।,

Manual2 Ad Code

হটাৎ করেই টাকার খনি খ্যাত কর্মস্থল হতে বদলীর আধেম পেয়ে এএসআই জহির ব্যস্ত হয়ে পড়েন বদলী ঠেকাতে। দিনরাত শ্রমিক সর্দার, বালু পাথর ব্যবসায়ীদের নিকট হতে পুরনো বকেয়া আদায়ের পাশাপাশী রাজনৈতিক দলের একাধিকনেতা,বালু পাথরখেকো সিন্ডিক্যাট চক্র ও জনপ্রতিনিধিদের দারস্থ হন বদলী ঠেকাতে।,

বৃহস্পতিবার সন্ধায় এএসআই জহিরুলের সাথে এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাহিরপুর থেকে শাল্লায় বদলীর বিষয়টি স্বীকার করলেও তিনি তার বিরুদ্ধে জাদুকাঁটা নদী কেন্দ্রীক ও বালু পাথর লুটেরাদের সহায়তা করার বিনিময়ে কোন রকম সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।,

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..