সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার চাক্তা খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসায় শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজ পত্র যাচাই করা নিয়ে ২ শিক্ষকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফারুক হোসাইন নামে ১ শিক্ষক আহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান কাগজপত্র যাচাই করতে গেলে আরেক শিক্ষক মাওলানা বাবুল হোসাইনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষা অফিসের প্রণোদনার ১ লক্ষ টাকা বিতরণের জন্য শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজ পত্র যাচাই করা শুরু করেন মাদ্রাসার প্রিন্সিপাল। এসময় মাদ্রাসার আরবি প্রভাষক বাবুল হোসাইনের কাগজ পত্রে ভুল তথ্য ধরা পড়ে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান ও মাদ্রাসার আরবি প্রভাষক বাবুল হোসাইনের মধ্যে হাতাহাতি হয়। এসময় মাদ্রাসার আরেক শিক্ষক ফারুক হোসাইন আহত হন।
আহত শিক্ষক ফারুক হোসাইন বলেন, প্রণোদনার ১ লক্ষ টাকা ও শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজ পত্র যাচাইয়ের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান ও মাদ্রাসার আরবি প্রভাষক বাবুল হোসাইনের উপর হামলা করেন। এসময় আমিসহ শিক্ষকরা এগিয়ে আসলে আমার উপর প্রিন্সিপাল রাগান্বিত হয়ে চেয়ার দিয়ে আমার উপর স’জুরে আঘাত করেন। এতে আমি আহত হয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল মুজিবুর রহমানের বিরুদ্ধে মাদ্রাসার ফান্ডের নামে শেকায়েফ থেকে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে প্রিন্সিপাল মুজিবুর রহমান বলেন, হুজুরদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজ পত্র যাচাই করতে গেলে বাবুল হোসেন এর কাগজ পত্রে ভুল তথ্য ধরা পড়ে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বাবুল হোসেন টেবিলে থাবা দিয়ে আমাকে দমক দেয়। এমন সময় সহকারী শিক্ষক ফারুক আহমদ এসে আমার সাথে খারাপ আচরণ করে। তারা প্রায়ই আমার সাথে এরূপ আচরণ করে থাকে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন বলেন, আমার কাছে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি কামাল আহমদ জানান, আমি আজকের ব্যাপারে কিছুই জানিনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd