সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধিন গোবিন্দগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এতে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার রেস্টুরেন্ট, গিফট কর্ণার, ফার্মেসী, মুদির দোকানসহ অন্যন্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে ১০৩টি বিভিন্ন ধরণের পাকা-আধাপাকা দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সচিব, এস্ট্রেট ও আইন কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগীতা করেন, উপ-বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জের নজরুল ইসলাম, আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেট চৌকির সিআই নুর মোহাম্মদ, ছাতক থানার এসআই আজিজুর রহমান, দিলোয়ার হোসেন ও এএসআই খসরুজ্জামানের নেতৃত্বে সুনামগঞ্জ পুলিশ লাইনের পুলিশ সদস্য, সড়ক ও জনপদ অধিদপ্তর ছাতকের সহকারি প্রকৌশলী রমজান আলী, সিলেট রেলওয়ে থানার আই ডবিøউ আতাউর রহমান, আকবর হোসেন, এসআই আতিকুর রহমান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd