সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। আজ (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজউক কর্তৃপক্ষ রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করে। প্রতিষ্ঠানটির নির্বাহী হাকিম আশরাফ হোসেন এ অর্থদণ্ড দেন।
বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। তিনি বলেন, ‘বুঝলাম না, আসলে কী হলো এটা! খুব সামান্য কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফিট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা!’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিশ দিক। আমি দরকার হয় তা সংশোধন করব। কিন্তু কোনও কথা নাই বার্তা নাই, এসেই বললেন, ‘এটা বের হয়ে আছে ১০ লাখ টাকা জরিমানা। না দিলে সবাই অ্যারেস্ট।’ পারলে গাড়িতে যারা ছিলেন, সবাইকে নিয়ে যায়। এখন বলুন, কেউ কি বাসায় ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে? আর এটা কেমন জরিমানা?’’
শাকিব খান থাকেন গুলশানে তার ‘জান্নাত’ নামের বাড়িতে। অন্যদিকে নিকেতনে তার অফিস রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই জরিমানা করা হয়েছে তাকে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd