সিলেট ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নতুন উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ পেয়েছেন শামীমা ফেরদৌস। বুধবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শামীমা ফেরদৌস রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে সমাজ কল্যাণে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেডিভয়েসকে দেয়া এক প্রতিক্রিয়ায় শামীমা ফেরদৌস বলেন, ‘স্বাস্থ্যসেবায় অনেক কাজের সুযোগ রয়েছে। আমি আশা করি, এ বিভাগেও আমি ভালো করব।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd