ছাতকে মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি লিজ: এলাকায় উত্তেজনা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

ছাতকে মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি লিজ: এলাকায় উত্তেজনা

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দক্ষিন খুরমা ইউনিয়নের সরু বিল (মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি)’র নামে লিজ নিয়ে জুনিয়ার হাওরের পানি রক্ষা বাঁধ ভেঙ্গে মৎস আহরণ করে ফসলি জমির ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুসে উঠেছে এলাকবাসী। গতকাল সোমবার হাওরপাড়ে প্রতিবাদ সভা করেন ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক পরিবারের সদস্যরা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় সুত্রে জানা য়ায়, জে এল ৩১৫ স্থিত ধনপুর মৌজার জুনিয়ার হাওরে দশটি গ্রামের মানুষের ব্যাক্তি মালিকাধিন প্রায় ৫শত একর কৃষি জমি রয়েছে। একটি বিশেষ মহল লিজের নামে অবৈধ ভাবে পানি রক্ষা বাঁধ ভেঙ্গে দেয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। হাওরের পানি শুকিয়ে মরুভূমির রূপ ধারন করতে শুরু করেছে। এতে ক্ষতির সম্মুখিন হচ্ছেন দশটি গ্রামের হাজার কৃষক পরিবার।

Manual5 Ad Code

কৃষকদের অধিকতর ফলন, পানি সেচ ও নিষ্কাশনের সুবিদার্থে ২০১৭-২০১৮ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর ঐকান্তিক প্রচেষ্টায় জুনিয়ার হাওরের মুখ থেকে মুজিব নগর মুক্তিযোদ্ধা পল্লির সামন হয়ে ঘানুউরা নদী পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে মাঝারী আকারে খাল খনন করা হয়।

Manual4 Ad Code

ওই মহল সরু বিল (মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি) লিজ নিয়ে অবৈধ ভাবে জুনিয়ার হাওরে মাছ ধরা, বাঁধ ভাঙ্গা ও জমির সীমানা (আইল) ভেঙ্গে ১০টি গ্রামের কৃষকদের ক্ষতিগ্রস্থ করে চলেছে। আরো জানা যায়, যে সরু বিল লিজ নেয়া হয়েছে সেখানে মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি গড়ে উঠেছে। এখানে বেশ কিছু মুক্তিযোদ্ধারা বাড়ী ঘর নির্মান করে বসবাস করছেন।

ভোক্তভোগী কৃষকরা জানান, সরু বিলের এখন আর কোন অস্থিত্য নেই। শ্রেনী পরিবর্তন হয়ে এই সরু বিলে মুজিবনগর মুক্তিযোদ্ধা পল্লি গড়ে উঠেছে। বেশ কিছু মুক্তিযোদ্ধারা বাড়ী ঘর নির্মান করে বসবাস করে আসছেন।

এ বিষয়ে মুরব্বি ইরফান আলী তালুকদার, আহবাব মিয়া তালুকদার সাজু, দোলন মিয়া ও দেবাশীষ দাস জানান, উপজেলার জালালীচর গ্রামের আব্দুল হক নামে একজন ও তার সহযোগীরা অবৈধ ভাবে সরু বিল লিজ নিয়ে জুনিয়ার হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে মাছ ধরা, জমির সীমানা (আইল) ভেঙ্গে ১০টি গ্রামের কৃষকদের ক্ষতিগ্রস্থ করে চলেছে। তারা আরো বলেন, গত (রোববার) বাঁধটি ভেঙ্গে দিলে স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, মুহবুর রহমান জাহাঙ্গীর, শাহ এমরান আহমদের উপস্থিতিতে বাঁধটি নির্মান করি কাজ করেন। কিন্ত রাতেই আবারো বাঁধটি ভেঙ্গে দেয়া হয়েছে।

দক্ষিন খুরমা ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, মুহবুর রহমান জাহাঙ্গীর, শাহ এমরান আহমদ জানান, বাঁধ ভাঙ্গার বিষটি জানার পর আমরা হাওরে যাই। আমাদের উপস্থিতিতে বাঁধ নির্মান করেন এলাকাবাসী। কিন্ত পরে জেনেছি আবারো বাধঁটি ভেঙ্গে দেওয়া হয়েছে। এতে ফসলি জমি মরুভূমিতে পরিনত হয়ে যাবে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বি বলেন, অবৈধ ভাবে লিজ নিয়ে বাঁধ ভেঙ্গে, মাছ ধরে যে বা যাহারাই কৃষকদের ক্ষতি সাধন করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেয়া দাবি জানান তিনি।

Manual3 Ad Code

উপজেলার জালালীচর গ্রামের আব্দুল হক বাঁধ ভাঙ্গার বিষয়টি অস্বীকার করে বলেন, এইচএসি নামে জাপানি একটি সংস্থা সারা দেশে প্রায় ৫শত টি হাওর লিজ নিয়েছে। তাদের নিকঠ থেকে তিনি জুনিয়ার হাওরের ৪টি দাগে- ৪ একর ১৭ শতাংশ জায়গা লিজ নিয়েছেন।

কৃষি নির্ভর দশটি গ্রামের মানুষের কথা বিবেচনা করে যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান এলাকাবাসী।

Manual7 Ad Code

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, হাওরের লিজ নিয়ে দু’টি প্রজেক্টে কাজ করা হয়েছে। বিষয়টি দেখে বলতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..