সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যরে অভিযানে অবৈধ ভাবে টিলা কাটা ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিষ্টর মেশিন ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে পাথর খেকো চক্র মেশিন মাটির নিচে চাপা দিয়ে লোকানোর চেষ্টা করলেও মাটির নিচ থেকে পরিবেশ বিধ্বংসী মেশিনগুলি উদ্ধার করে ধ্বংস করা হয়।
এছাড়াও পাথর পরিবহনে ব্যবহৃত ৬টি ট্রাক্টর চাকা ফোটা ও ৪হাজার ফিট বোমা মেশিনের পাইপ এবং বোমা মেশিনের জ্বালানীতে ব্যবহৃত ৫০০ লিটার ডিজেল ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় আগে টের পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যরে নেতৃতে অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করে। ইউএনও কোম্পানীগঞ্জে আসার পর শাহ আরেফিন টিলায় পাথর খেকোরা পাথর উত্তোলনের চেষ্টা করলে তাৎক্ষনিক ইউএনও সুমন আচার্য্যরে অভিযানে পাথর খেকোদের পরিকল্পনা ভেস্তে যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, কোন ভাবেই পরিবেশ ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। যখনই অবৈধ ভাবে পাথর উত্তোলনের চেষ্টা চালানো করবে সাথে সাথে অভিযান চালানো হবে। এছাড়াও কোয়ারী এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd