সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
সিলেট নগরী থেকে ২ মাস আগে নিখোঁজ কিশোর মিলাদকে এখনও পাওয়া যায়নি। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সিলেট নগরী থেকে মিলাদ আহমদ নামে ওই কিশোর গত ২৪ আগস্ট হারিয়ে যায়। তার বয়স অনুমানিক ২০ বছর। মিলাদ সিলেট নগরীর মিরবক্সটুলা, আজাদী, বাসা নং-২৮ এর বাসিন্দা সুনা মিয়া এবং আছমা বেগমের ছেলে।
মিলাদের মা আসমা বেগম জানান, গত ২৪ আগস্ট থেকে আজ পর্যন্ত মিলাদ নিঁখোজ রয়েছে। সে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় মিলাদের পরনে ছিলো চেক শার্ট আর জিন্স প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ শ্যমলা ও মুখমÐল লম্বাটে।
এ বিষয়ে গত ২৮ আগস্ট মিলাদের মাতা আছমা বেগম সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডি নং- ২০০০।
এদিকে, নিখোঁজ মিলাদের পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে, কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে জরুরি ভিত্তিতে ০১৭২৮-০৭৪২৮৯ অথবা ০১৬৪৬-৭০০২০১ এই দুই নাম্বার থেকে যে কোনো এক নাম্বারে যোগাযোগ করার জন্য।বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd