সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ডলুরা বর্ডার হাট (সীমান্ত) হাট থেকে বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।,শনিবার ভোররাতে সদর উপজেলার সুরমা নদীতে ট্রলার বোঝাই এসব ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়।
শনিবার রাতে বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।,
বিজিবি অধিনায়ক আরো জানান,একদল সংঘবদ্ধ চোরাকারবারী দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য সদর উপজেলার ডলুরা বর্ডার হাট হতে বিনাশুল্কে ভারতীয় বিভিন্ন প্রকার হরলিকস জার, ফেইস ওয়াশ, তৈল, ভ্যাসিলিন, বডি লোশন, সাবান, সহ বিভিন্ন প্রকার কসমেকিস সামগ্রী সুরমা নদীর নৌ পথে ট্রলার যোগে নিয়ে যাবার পথে শনিবার ভোররাতে বিজিবির অভিযানে আটক করা হয়।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সদর উপজেলার নবীনগর বিজিবির বিশেষ ক্যাম্পের একটি চৌকস টিম নায়েব সুবেদার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এসব ভারতীয় পণ্য সামগ্রী আটক করে। বিকেলে জব্দ তালিকা শেষে এসব মালামালের মুল্য নির্ধারণ করা হয় আনুমানিক ৩০ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক দৃঢ়তার সাথে শনিবার রাতে বললেন, ডলুরা বর্ডার হাট কেন্দ্রীক ওই সীমান্তের প্রভাবশালী কয়েকটি চোরাকারবারী চক্র বিনা শুল্কে এসব ভারতীয় পণ্য সামগ্রী দেশে অভ্যন্তরে রাজধানী ঢাকা, চট্রগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, বি-বাড়িয়া, কুমিল্লা. মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট বিভাগীয় শহর, সুনামগঞ্জ সহ সারা দেশে নিব্রিগ্নে সরবরাহ করে আসছিলো। যা দেশীয় শিল্পের প্রসারে যেমন হুমকি সরুপ তেমনি কোটি কোটি টাকার মুদ্রা পাচার, হুন্ডি বা মানি লন্ডারিং’র মত অপরাধের বিষয়টিও জড়িত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd