সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীর নির্দেশে এএসআই কৌশিক বিশ্বাসের পরিচালনায় হারিয়ে যাওয়া মোবাইল খোঁজে পেলেন সিলেট নর্থইস্ট ইউনিভার্নিটি এলএলবি অনার্সের সদ্য পাসকারী পলক দাশ।
জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর পলক দাশ তার ব্যবহৃত মোবাইল স্যামসাং নোট ৯ নগরীর মদিনা মার্কেটের আখালিয়া এলাকায় হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেন। যার (নং ১১৬৩)।
জিডি আমলে নিলিও মোবাইল খোঁজে বের করতে পারেনি এএসআই কৌশিক। নির্মলেন্দু চক্রবর্তী গত ১৯ অক্টোবর থানা যোদানের পর বিষয়টি জানতে পারেন। সাথে সাথে উদ্ধার কাজ শুরু করেন। অবষেশে দশ মাসের কাজ দশ পাঁচ দিরে মধ্যে শেষ করে শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ভার্সিটি ছাত্র পলক দাশের হাতে মোবাইল তোলে দেন সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী।
মোবাইল পাওয়ার অনুভূতি ব্যক্ত করে পলক দাশ বলেন, আমি আমার স্মার্টফোন ফিরে পাওয়ার আশা যখন ছেঁড়ে দিয়েছি তখন প্রিয় ফোনটি পেয়ে অত্যান্ত খুশি হয়েছি। পুলিশ কতো যে পরোপকারী আজ বোঝতে পারছি।
সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, জনগণের জান-মাল নিরাপত্তার জন্যই পুলিশ। আমি কোতোয়ালি থানায় যোগদানের ১০ দিনের মাথায় ৮০ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ফিরে দিতে পেরে থানা পুলিশ আন্তরিকতা ছিলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd