সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এসময় আহারকান্দি অভিযাত্রী ক্লাবের সভাপতি আব্দুল মানিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ,মতিন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, গোয়াইনঘাট যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোহাম্মদ মহসিন প্রমূখ।
আলোচনা সভা শেষে ৬০ হাজার টাকা করে দুইজন যুবকের হাতে ঋণের চেক তুলেদেন অতিথিবৃন্দরা। এছাড়াও ২০ হাজার টাকা করে ৩টি সংগঠনকে অনুদান ও ৪০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র এবং একটি সংগঠনের রেজিষ্ট্রেশন সনদ বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd