সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
অবশেষে মারা গেলেন ৯ দিন আগে শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক অপমানিত হয়ে বিষপান করা বৈশাখী দে (২৬) নামের চট্টগ্রামের বোয়ালখালীর সেই গৃহবধূ। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত বৈশাখী দে উপজেলার দক্ষিণ জৈষ্টপুরা পয়লীর প্রবাসী সুজন দের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈশাখী দে তার তিন বছরের ছেলে অংকন দে কে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার শ্বশুর রনজিৎ দে (নুনা) ও দেবর সুমন দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুজনে মিলে বৈশাখীকে মারধর করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি-গালাজ করে।
এই অপমান সহ্য করতে না পেরে গত ২০ সেপ্টেম্বর সকালে বৈশাখী দে ঘরে থাকা কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তার আত্মীয়স্বজন। সেখানে ৯ দিন ধরে চিকিৎসাধীন শনিবার সকালে তিনি মারা যান।
নিহতের মা রুমা দেব বলেন, আমার মেয়েকে তারা মেরেই ফেলল, চট্টগ্রাম ফিরে এসে এ বিষয়ে ব্যবস্থা নেব।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, পারিবারিক কলহে অভিমান করে বিষপানে প্রবাসী সুজন দের স্ত্রী বৈশাখী দে মারা গেছেন বলে শুনেছি।
বোয়ালখালী থানার ওসি নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd