সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে মাদার তেরেসা সম্মাননা পদক-২০১৯ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা।
এ উপলক্ষ্যে গোধুলী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচার একটি অভিজাত রেস্টুরেন্টে ‘উন্নয়ন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোধুলী সাংস্কৃতিক একাডেমীর সভাপতি ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষা সৈনিক মো. রেজাউল করিম। প্রধান আলোচক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
আলোচনা সভা শেষে গুণীজনদের মধ্যে মাদার তেরেসা সম্মাননা পদক-২০১৯ প্রদান করেন অতিথিরা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘ধন্যবাদ গোধুলী সাংস্কৃতিক একাডেমীকে আমাকে মাদার তেরেসা সম্মাননা পদকে ভূষিত করার জন্য। আমি এভাবেই মানব কল্যাণে কাজ করে যাব।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd