সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সিলেট জৈন্তাপুর থানা পুলিশের হাতে গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান করে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে৷
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঙ্গীল বাজারস্থ জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলা উদ্দিনের নেতৃত্বে তার দোকানের বিশেষ রুমে জুয়া খেলা পরিচালনা হচ্ছিল৷ সংবাদ পেয়ে অপরাধ নির্মূলের জন্য গঠিত জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানিক দল ”টিম জৈন্তাপুর” অভিযান করে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে৷ এসময় জুয়া বোডের মালিক আলা উদ্দিন পালিয়ে যায়৷
স্থানীয় এলাকাবাসী আরো জানায় এই দোকান সহ চাঙ্গীল এলাকায় বেশ কয়েকটি স্থানে দীর্ঘ দিন থেক জুয়া খেলা হয়ে আসছে৷ তারা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে বাকী আস্থানায় অভিযানের আহবান করেন।
আটককৃতরা হলো উপজেলার মুক্তাপুর গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৪২), মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে সিরাজ মিয়া(৩৮), বিরাইমারা গ্রামের আমির আলীর ছেলে তাজ উদ্দিন(৩২) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল গনির ছেলে ফয়সল আহমদ(৪০)৷ তাদের নিকট হতে জুয়া খেলার উপকরণ তাস, প্লাস্টিকের সাদা বস্তা ও চটের বস্তাসহ নগদ ৪,০৪০/- (চার হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে যাহার নং- ২৩, তারিখ- ২৭/০৯/২০১৯ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করিয়া আসামীদেরকে ২৮/০৯/২০১৯ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরে অপরাধ নির্মূলের জন্য সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে ”টিম জৈন্তাপুর” গঠন করা হয়েছে সেই সাথে পুলিশি সেবা দ্রুত নিশ্চিতের জন্য সরকারি নাম্বারের পাশাপাশি আরে তিনটি নাম্বার চালু করা হয়েছে৷ আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা সেবা নিশ্চিত করব৷
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd