সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
জকিগঞ্জে এক তান্ত্রিক ভন্ডকে লিফলেট বিতরণকালে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যাক্তি নবীগঞ্জ উপজেলার বাওশাল ইউনিয়নের মাইজগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইকবাল আহমদ (২৮)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ বাজারে ‘মগ মন্ত্রের শিরমণি বার্মিজ গুরুজী এখন বান্দরবানে’ এমন লেখা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের কাছে বিতরণকালে সন্দেহবসত সাধারণ মানুষ তাকে আটক করে।
পরে উৎসুক জনতার নানা প্রশ্নের মুখে সে স্বীকার করে লিফলেটটি ভূয়া এবং লিফলেটে থাকা মোবাইল নাম্বারটি তার নিজের। তার কাছ থেকে সাধারণ মানুষ বেশ কয়েকটি তাবিজ ও খাতাপত্র উদ্ধার করেছেন। খাতাপত্রে বেশ কয়েকজন রোগীর নাম ঠিকানা ও মোবাইল নাম্বার পাওয়া যায়।
পরে ঐ মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানা যায়, আটক ইকবাল নিজেকে মোবাইল ফোনে ‘মগ মন্ত্রের শিরমণি বার্মিজ গুরুজী’ দাবী করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার পর মোবাইল নাম্বার বল্ক লিস্টে ফেলে দেয়। জকিগঞ্জের সাধারণ মানুষের সাথেও প্রতারণা করতে সে জকিগঞ্জে এসব লিফলেট বিলি করতে এসেছিলো। তার সাথে অপর আরেকজন ছিলো কিন্তু পরে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, আটক ভন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd