সুনামগঞ্জ হাওরে ১০ বছরে ২২টি নৌ-দুর্ঘটনায় ১২৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

সুনামগঞ্জ হাওরে ১০ বছরে ২২টি নৌ-দুর্ঘটনায় ১২৬ জনের প্রাণহানি

Manual4 Ad Code

হাওরের জেলা সুনামগঞ্জে গত ১০ বছরে ২২টি নৌ-দুর্ঘটনায় ১২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে হাওর ও নদী পথে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা রয়েছেন চরম শঙ্কিত। বর্ষায় বিশাল জলরাশি বিস্তীর্ণ হাওর পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌযান ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আর এ কারণেই হাওরে ও নদী পথে প্রতিনিয়তই নৌদুর্ঘটনার আশংকা যেন পিছু ছাড়ে না যাত্রীদের।

Manual1 Ad Code

জেলার দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, দক্ষিণ সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাসহ প্রতিটি উপজেলায় বর্ষাকালে নদী পথে হাওরে যাতায়াতে ও পণ্য পরিবহনে একমাত্র সহজ ব্যবস্থা হচ্ছে ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ও কাঠের তৈরি নৌকা। বেশি লাভের আশায় অতিরিক্ত মালামাল পরিবহন করা, অদক্ষ চালক, অসাবধানতা, অতিরিক্ত যাত্রী বোঝাই, জোড়াতালি দিয়ে ত্রুটিযুক্ত ট্রলার চলাচলের কারণে বিগত কয়েক বছরে এই পথেই ২২টি নৌ-দুর্ঘটনায় ১২৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারও যাত্রী।

Manual8 Ad Code

তার মধ্যে শিক্ষার্থী, নারী-শিশুসহ গরিব অসহায় শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। তবে নৌ চলাচলে যে নীতিমালা আছে তা নৌ-মালিকরা যদি মেনে চলেন আর শ্রমিকদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করলে দুর্ঘটনার হার কমবে। এ ব্যাপারে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন, নৌপথে গুরুত্বপূর্ণ স্থানে মেরিন কোট স্থাপন, বিআইডব্লিউটির শাখা স্থাপন ও জনসচেতনতা তৈরি করলে দুর্ঘটনা কমে যাবে।

Manual6 Ad Code

জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ বলেন, নৌ চলাচলে যে সব নীতিমালা রয়েছে তা অমান্য করার কারণেই বিভিন্ন সময়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সময়ে সময়ে টহলরত থাকলে নৌ-মালিক ও শ্রমিকরা আরও বেশি সচেতন হবেন। এর ফলে নীতিমালায় চলে আসলে দুর্ঘটনাও কমে যাবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..