সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর সহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিপুৃল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার বিদেশি মাদক সহ ভারতীয় প্রায় ৮ লাখ টাকার জব্দকৃত মালামাল সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কাষ্টমসে জমা দেয়া হয়।,
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডয়া সেল জানায়, জেলার তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহলদল বুধবার রাতে হাজং পল্লী সীমান্তগ্রাম রাজাই হতে ১৮৬ বোতল বিদেশি মদ,৪৬ বোতল বিদেশি বিয়ার ০৪ কেজি গাঁজা ৪২ হাজার শলাকা (১৬৮০) প্যাকেট ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।
একই রাতে তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল সীমান্তনদী জাদুকাঁটা হতে ৭৬.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।,
পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম হতে ভারতে পাচারের জন্য মজুদকরে রাখা ৮০ কেজি মটর বুট জব্দ করে।
জেলার দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল টহল দল বাংলাবাজারের সীমান্তগ্রাম জুমগাঁও হতে ০৩টি ভারতীয় গরু আটক জব্দ করে।
একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে লক্ষীপুরে চৌকিরঘাট এলাকা হতে নৌ পথে নিয়ে আসা ৮০০ পিস ভারতীয় মুলিবাঁশ জব্দ করে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জব্দকৃত বিদেশি মদ- বিয়ার গাজাসহ ভারতীয় চোরাই মালামালের মুল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা হতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd