সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
সিলেট নগরীর পূর্ব বন্দর বাজার থেকে শফিকুল ইসলাম (৩০) নামে সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপের মূল হোতাকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে পূর্ব বন্দর বাজারের মশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার হেফাজত থেকে ১টি রামদা, ১ টি চাপাতি, ১টি ছুরি, ২ টি লোহার রড ও ১ টি চাইনিজ টিপ ছুরি জব্দ করে র্যাব-৯।
আটক শফিকুল তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd