সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্বাবধানে এসআই আব্দুল মান্নান এর নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানাধীন চতুল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
সে কানাইঘাট থানাধীন দূর্গাপুর গ্রামের রফিকুল হক রফই’র ছেলে।এসময় তার হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী বিল্লাল এর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামী বিল্লাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।আসামীকে ইতিমধ্যেই কোর্টে প্রেরন করা হয়েছে।