সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে সমর্থন জানালেন স্টেশন রোডের ব্যবসায়ীরা

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯


Manual7 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী ও নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় স্টেশনরোডের বাবনা পয়েন্ট সংলগ্ন সমিতি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সমিতির নেতৃবৃন্দ আসন্ন চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেছেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই যোগ্য ও সিলেটের প্রকৃত ব্যবসায়ী। তারা নির্বাচিত হলে সত্যিকার অর্থে ব্যবসায়ীরা লাভবান হবেন। সেজন্য সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দাবি-দাওয়া আদায়ের লক্ষে প্রকৃত নেতা নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সিলেট চেম্বার যোগ্য নেতৃত্বের অভাববোধ করছে। আসন্ন নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মাধ্যমে সেটি অনেকটাই লাঘব হবে বলে আমরা আশাবাদি।
সভায় স্টেশনরোডের ব্যবসায়ী সমিতির নেতা ও সদস্যদের কাছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা ভোট দেওয়ার দাবি জানালে তারা ভোটপ্রদানের বিষয়ে আশ্বস্থ করেছেন। পাশাপাশি সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।

Manual2 Ad Code

বৃহত্তর স্টেশনরোড ব্যবসায়ী সমিতির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে ও মুকির হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন, সমিতির সহসভাপতি আব্দুস সত্তার, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, স্টেশনরোডের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, শ্যামল চন্দ্র দে, শংকর দত্ত, আশরাফুল আলম, আলী আহমদ খান, কয়েছ মিয়া।

Manual1 Ad Code

এসময় স্টেশনরোডের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলের প্রার্থী ও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, অর্ডিনারী পরিচালক প্রার্থী আবু তাহের মোহাম্মদ শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুুন আহমদ, ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম বাবুল, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদী পাবেল, শহীদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল সালাম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..