সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯


Manual7 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এই ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

আমেরিকার রাষ্ট্রদূত ক্বিন ব্রিজের উত্তর পাড়ে গাড়ী থেকে নেমে পায়ে হেটে ব্রীজের দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজাদের ঘড়ি দেখে মুগ্ধ হন।

তিনি বলেন, ক্বিন ব্রিজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। রাষ্ট্রদূত আলী আমজদের ঘড়ির সায়রন শুনে মুগ্ধ হয়ে ঘড়ির প্রশংসা করেন।

Manual1 Ad Code

রাষ্ট্রদূত বলেন, ক্বিন ব্রিজের মেরামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। ক্বিন ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর পদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাটার ব্রিজ।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্বিন ব্রিজ একটি ঐতিহ্যবাহী ব্রিজ। এই ব্রিজ ব্রিটিশদের তৈরি। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেট সফরে আসলে তিনি ব্রিজ সফরে আসেন। ব্রিজের দুই পাড় ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রদূত জানান, ব্রিজের রক্ষণাবেক্ষণে তার সরকারের সহায়তা থাকবে।

Manual8 Ad Code

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..