সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটে এসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জুমান রাজা মামলার ১০ আসামির মধ্যে ৯ আসামির উপস্থিতিতে এসিড ২ /২০১৩ নং মামলায় এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সালাম, মো. নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মো. আলী, আবদুর রশীদ ও রুবেল মিয়া (পলাতক)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকাল ৭টায় সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর রাউৎগ্রামে আসামিরা নির্যাতিতদের বাড়িঘর থেকে উচ্ছেদের জন্য সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় মামলার আসামিরা নির্যাতনের শিকার আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির উঠানে বাশঁ দিয়ে পা ভেঙে তাদের দুই চোখে দাহ্য পদার্থ ঢেলে দেয়। এতে তাদের চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।
আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলার মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেছেন। তাদের মধ্যে ১৪ জনই প্রত্যক্ষ সাক্ষী। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।
মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. ইলিয়াস।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd