সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশে আজ প্রকৃত অর্থে কোন সরকার নেই। প্রহসনের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে জাতির মাথায় চেঁপে বসা একটি স্বৈরতান্ত্রিক ভারতীয় গোলাম গোষ্ঠী পুলিশের সহায়তায় দেশটাকে লুটে খাচ্ছে। শেয়ার মার্কেট, ব্যাংক ডাকাতি সহ জনগণের সকল অধিকার লুট করে তারা আজ দেশটাকে ভারতের কাছে চ‚ড়ান্ত হস্তান্তর করতে চায়। অপর দিকে লেবাসধারী কতিপয় দরবারী আলেমদের ব্যবহার করে ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে। শিক্ষাব্যবস্থায় ডারউইনের বিবর্তনবাদ চালু করে ভবিষ্যত প্রজন্মকে নাস্তিক বানানোর রাস্তা সুগম করেছে। এমতাবস্থায় বিপন্ন এই দেশ, জাতি ও ইসলাম ধর্ম রক্ষা করতে আলেম উলামাদেরকে লোভ লালসার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লামা উবায়দুল্লাহ ফারুক বৃহস্পতিবার সিলেট জেলা যুব জমিয়তের উপজেলা প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা জমিয়ত সভাপতি মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, ইউরোপ জমিয়তের উপদেষ্টা আল্লামা শায়খ মোস্তফা আহমদ, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ রিয়াজ আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলনা নূর আহমদ ক্বাসিমী, মহানগর সহ সাধারণ সম্পাদক মুফতী মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, কেন্দ্রীয় জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারী মাওলানা নাজিম উদ্দিন, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটাী মুফতি বাহরুল আমীন, জেলা ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি মাওলানা রশীদ আহমদ বিশ^নাথী, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল কুদ্দুস মন্ডল, কেন্দ্রীয় ছাত্রনেতা মারজানুল বারী সিরাজী, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী হাফিজ ফয়েজ উদ্দিন, জেলা যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, শিহাব উদ্দিন খান, আলী আবেদীন, আব্দুল কাদির জাকির, মাওলানা জফির উদ্দিন, রেজাউল করিম রাজু, আব্দুল করিম দিলদার প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd