সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতি আর অনিয়ম নিয়ে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষজন। দুর্নীতিবাজ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন ফোরাম ও সুধীমহল থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত একমাসে কয়েকটি মানববন্ধন, সমাবেশসহ মতবিনিময় সভা হয়েছে। এসব কর্মসূচিতে হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের সদস্যদের বদলিসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সুধীজন।
সুধীজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরি করেও দাপট দেখায় প্রথম শ্রেণির কর্মকর্তার মতো। ডাক্তাররাও তাদের কাছে অসহায়। অনেক সময় বহিরাগতদের দিয়ে ডাক্তারদের লাঞ্ছিত করাচ্ছে এমন অভিযোগও আছে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে। সদর হাসপাতালে আউট সোর্সিং নিয়োগেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে সুধীজনরা জানান।
জানা গেছে, সমপ্রতি জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধ ও হাসপাতালের মানোন্নয়ন বিষয়ে তত্ত্বাবধায়কের কক্ষে মতবিনিময় করে। মতবিনিময়ে উপস্থিত সুধীজন হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য দেন। তারা তত্ত্বাবধায়কসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়াও চলতি মাসে জেলা শহরে এ বিষয়ে তিনটি মানববন্ধন, একটি সভাও হয়েছে।
এসব কর্মসূচিতে অভিযোগ করা হয় হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ফার্মেসি, ক্লিনিক, ঠিকাদারিসহ নানা কাজে জড়িত হয়ে পড়েছে। এরাই সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসনোসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা বন্ধ রেখেছে। এই চক্র নার্স বদলি করিয়েও মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিমাসে নার্সদের বেতন থেকেও কমিশন কেটে রাখে তারা। নার্সরা বাইরের এলাকার হওয়ায় কোনো অভিযোগও করতে পারেন না। অভিযোগ আছে হাসপাতালের ক্যাশিয়ারের স্ত্রীও হাসপাতালে কাজ করেন। কিন্তু তিনি অফিস না করেই বেতন নিচ্ছেন। তবে মাঝে-মধ্যে লোক দেখানো উপস্থিতি লক্ষ্য করা যায়।
অভিযোগ রয়েছে, সমপ্রতি নিয়োগ পাওয়া আউটসোর্সিংয়ের কর্মচারীরাও নিয়মিত কাজ করেন না। তাদেরকেও বাইরের ক্লিনিকের দালালিতে নিযুক্ত করেছে সিন্ডিকেট।
জাসদ সেক্রেটারি এনাম চৌধুরী বলেন, সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যসেবা একটি দুর্নীতিবাজ চক্রের হাতে জিম্মি। এরা রোগীদের বরাদ্দ ও স্বাস্থ্য অবকাঠামোর বরাদ্দ লোপাট করছে। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নানা কর্মসূচি পালন করে আসছি।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ সাংবাদিকদের বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষকে সেবা দিতে। আমরা কোনো দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দিচ্ছি না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd