সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
বাজেট ঘোষণাকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার দুপুর ১২টায় নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের বলরুমে সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র।
বাজেট বক্তৃতার একপর্যায়ে মেয়র আরিফ বলেন, ‘আগস্ট মাস বাংলাদেশে শোকের মাস হিসেবে পালিত হয়। কারণটাও সকলেরই জানা। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসেই নির্মমভাবে নিহত হয়েছিলেন। তাঁর এবং ঐদিন তাঁর স্বজন ও পরিজনদের মধ্যে যারা নিহত হয়েছিলেন, তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের স্মৃতির প্রতি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি।’
এবার সিসিকের ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সমপরিমাণ আয় ও সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd