জনগণের সাথে পুলিশকে আরো ভালো আচরণ করতে হবে: সুনামগঞ্জ পুলিশ সুপার

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

জনগণের সাথে পুলিশকে আরো ভালো আচরণ করতে হবে: সুনামগঞ্জ পুলিশ সুপার

Manual6 Ad Code

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেছেন, সুনামগঞ্জের মানুষ খুবই ভাল। তবে কিছু দুষ্ট লোক আছে, তাদের বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। তিনি বলেন, জগন্নাথপুরের কিশোর অপরাধ দমনে ব্যবস্থা নেয়া হবে। থানায় মিথ্যা মামলা নেয়া হবে না। থানায় কোন টাউট বাটপারের স্থান নেই। তবে জনগণের সাথে পুলিশকে অবশ্যই ভাল আচরণ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, জগন্নাথপুরে সাইনবোর্ডধারী মদের দোকানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রোববার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং থানার এসআই কবির উদ্দিন ও এসআই আতিকুল আলম খন্দকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, সাংবাদিক শংকর রায়, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, অধ্যক্ষ আবদুর রহমান, শিক্ষক আমির হামজা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জাপা নেতা আবদুল মনাফ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক আলী আছগর ইমন, সমাজকর্মী আবদুস সামাদ প্রমুখ।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংবাদিক আবদুল হাই, আলী হোসেন খান, ব্যবসায়ী প্রজেশ গোপ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হোসেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..