সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
মনের কোণে ঘর বাঁধা কি
কোন কালে হয়?
মনের মাঝেই মনের কথা
স্মৃতি হয়েই রয়।
মনের মাঝে যার অধিকার
সে ভূবনে সুখী,
মনে মনে মিল না হলে
তার মত নাই দুঃখী।
মনটি ভরা দুঃখ্য যাহার
প্রাণটি ভরা মায়া,
কেমন করে বুঝবে তারে
দেখে শুধু ছায়া।
মনের ভীতর হাজার কথা
অব্যক্ত যার ভাষা,
শত লোকের মাঝে থেকে
যায় না কখনো হাসা।
মন কখনো ব্যথার ব্যথি
সুখের জগৎময়,
কখনো সে অট্ট হাসে
এটাই পরিচয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd