সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে টায়ার ফেলে রেখে এডিস মশা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখায় সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ কদমতলী এলাকার তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও মালামাল জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সিসিকের উদ্যোগে নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়া গেলে এ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, ঢাকা মটরস, কাকলি মটরস ও ভাইভাই মটরস।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, এর আগে সিলেটের সর্বপ্রথম এডিস মশার লার্ভা পাওয়া যায় কদমতলীতে। এর প্রেক্ষিতে আমরা এখানকার ব্যবসায়ীদের নিয়ে জন সচেতনতা সভাও করেছি। কিন্তু আজ সিসিকের অভিযানে ফের এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা মটরসকে ৫০ হাজার, কাকলি মটরসকে ১০ হাজার জরিমানা করা হয়। এছাড়া ভাইভাই মটরস নামের একটি প্রতিষ্ঠানে মালামাল জব্দ করা হয়।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য, সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd