সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে যাচ্ছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমেদ। শিক্ষকদের মধ্যে বিবাদমান কোন্দল ঠেকাতে উপর মহল থেকে এমন গ্রিন সিগনাল এসেছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা), বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, ড. নাসরীন আহমেদ-ই আগামী চার বছরের জন্য উপাচার্য পদে আসীন হতে যাচ্ছেন।
গত ৩১ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ৩ শিক্ষকের নাম চূড়ান্ত হয়। এই প্যানেলে নাম ছিল বর্তমান উপাচার্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের কাজ উপাচার্য নির্বাচন ও বার্ষিক বাজেট পাস করা। সিনেট তিন সদস্যের উপাচার্যের প্যানেল নির্বাচন করে রাষ্ট্রপতির (বিশ্ববিদ্যালয়ের আচার্য) কাছে পাঠাবে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগ দেবেন। সেই রীতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য, মহামান্য রাষ্ট্রপতি বরাবর তিন সদস্য বিশিষ্ট উপাচার্য প্যানেলের নাম প্রেরণ করা হয়।
গত ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবি সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে চা-চক্রের আয়োজন করেন। সেখানে উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের তারিখ নির্ধারণ বিষয়ে সবার মতামত নেন। এ মতামতের ভিত্তিতে আগামী ৩১ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচনের অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেন অধ্যাপক আখতারুজ্জামান।
২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন ঢাবির আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রায় দুই বছর সাময়িক ভিত্তিতে দায়িত্ব পালনের পর উপাচার্য প্যানেল নির্বাচনের আয়োজন করেন অধ্যাপক আখতারুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd