সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামকে দেখতে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
সোমবার বেলা ২টা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১০নং ওয়ার্ডের ১২নং কেবিনে যান তিনি।
এসময় তিনি সাংবাদিক নুরুলের শারীরিক অসুস্থতাজনিত চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন। তিনি আহত সাংবাদিক নুরুল ইসলামকে সহযোগিতা করার জন্য ওসমানী হাসপাতালের পরিচালক, ডাক্তার সহ কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট এম. এ. জি. ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, আরটিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস. এম. রফিকুল ইসলাম সুজন, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, মেডিকেল আনসার ইনচার্জ নাসির উদ্দিন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd