সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সিলেট নগরী থেকে ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (১৯ আগস্ট) নগরীর চালিবন্দর রোডস্থ হাবিবুর রহমানের রড, সিমেন্ট গোডাউনের বিপরীতে ইব্রাহীমের চা দোকানের পূর্ব পার্শ্বে ত্রিপল বেস্টিত ছাপড়া ঘরের ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, বি-বাড়ীয়ার নাসিনগর উপজেলার বুড়িশ^র গ্রামের মো. সাহাদ আলীর ছেলে মো. আক্তার মিয়া (৩৫) বর্তমানে নগরীর সাদাটিকর, সুহন মিয়ার কলোনীতে বসবাস করছে, দক্ষিণ সুরমার খোজার খলা এলাকার মো. হামিদ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২), সুনামগঞ্জের শাল্লা থানার চিড়াইল গ্রামের সুলতান মিয়ার ছেলে জানু মিয়া (৩০) বর্তমানে নগরীর উপশহর জংলা বাড়ি, সাদা পাড়ায় বসবাস করছে, কানাইঘাট থানার গোয়ালজোর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. শামীম (৩৩) বর্তমানে নগরীর সৈদানীবাগ, আফজাল মিয়ার বাড়িতে বসবাস করছে।
নগরীর মেন্দিবাগ এলাকার মৃত তোজাম্মেল হোসেনের ছেলে নাসিরুদ্দিন (৪০), হবিগঞ্জ সদর থানার লোহাগাও গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. জয়নাল (২৬), বর্তমানে নগরীর ভার্তখোলায় বসবাস করছে এবং সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গংকা গ্রামের আরজু মিয়ার ছেলে মো. এখলাছ (২৫) বর্তমানে নগরীর বালুচর ৭নং ওয়ার্ড আব্দুল গনি মিয়ার কলোনীতে বসবাস করছে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী পুলিশ সুপার ওবাইন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd