সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন ছাত্রলীগ’র সহ-সভাপতি জোবায়ের আহমদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর জোবায়ের আহমদ গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, (২০ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১টার দিকে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ নিজের মৌরসী জায়গায় হাল চাষ করতে গেলে একই গ্রামের মৃত আরফান আলীর পুত্র আব্দুল মনাফ (৫৫), আব্দুল মুতলিব (৫০), আব্দুল খালিক (৪০), আব্দুর রহিম (৪২), আব্দুস সালাম (৪৮), আব্দুল হান্নান (৩৫), এবং আব্দুল আলী মুন্সি’র পুত্র ইসকন্দর আলী (৬০) গং হাল চাষে বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে ঘটনাস্থলে জুবায়ের আহমদকে বেদড়ক মারপিট করে গুরুতর অহত করে। এসময় আহত জুবায়ের আহমদ এর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় জুবায়ের আহমদকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত জুবায়ের আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় জানান, হাল চাষে বাধাঁ দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত জোবায়ের আহমদ কর্তৃক লিখিত অভিযোগ থানায় দাখিল করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd