সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৯
সিলেট নগরীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল পাঁচটায় নগরীর চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত পুলিশ কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম-সেবা।
পুলিশ কর্মকর্তা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।
জানা গেছে, রোববার বিকাল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুরি উড়াতে উঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে আহত অবস্থায় মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd