সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জকিগঞ্জ উপজেলাসহ সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক, জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহবাগ আল মাদানী ইসলামী পাঠাগারের সহ সভাপতি ও মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
রোববার এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের সার্বিক ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।’
তিনি জকিগঞ্জ উপজেলা সহ সিলেটবাসীকে পবিত্র আযহার শুভেচ্ছা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd