সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
সিলেটের বিশ্বনাথে ৫ মামলার ৫ বছর ১ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি জাপা নেতা ও উপজেলা সদরের পুরান বাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্সের মালিক তাজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আরশ আলী ওরফে আরব আলীর ছেলে। গত মঙ্গলবার রাত ৯টায় তাকে সিলেট জেলার কানাইঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানায় এলাকায় অভিযান চালিয়ে ৫ মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি তাজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্বে থানায় ৫টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে ৫ বছর ১ মাসের সাঁজা ও অর্থদন্ড প্রদান এবং গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই মধ্যে একটি মামলায় ৬০ লাখ টাকার অর্থদন্ড প্রদান করেন আদালত। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।
৫ মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার এএসআই দ্বীপক শক্ল ধর বলেন, গতকাল বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd