সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
নগরীতে ইয়াবা ব্যবসায়ী হিসাবে পরিচিত আনোয়ার। কাষ্টঘরে রয়েছে তার বিশাল আস্তানা। কিন্তু সম্প্রতি পুলিশের হাতে আটক হলেও জামিনে বেরিয়ে ফের ইয়াবা ব্যবসায় বেপরোয়া আনোয়ার।
সিলেট নগরীর বেতরবাজার এলাকার বাসিন্ধা ইদ্রিস মিয়ার ছেলে আনোয়ার (২৮) এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। আনোয়ার দীর্ঘদিন থেকে কাষ্টঘর এলাকা হইতে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে যাচ্ছে।
এমনকি বিভিন্ন স্থানে সোযোগ বুঝে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে আনোয়ার। সোর্স পরিচয় দেয়ার সুবাদে তার বিরুদ্ধে কোন ধরনের সন্ধেহ জাগেনি পুলিশের। যার ফলে সে বেপরোয়া হয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
খোদার ঢোল ফেরেস্তায় বাজায় গত বৃহস্পতিবার (১ আগষ্ট) সিলেট মহানগর গোয়েন্ধা পুলিশের একটি অভিযানে সোবহানীঘাট এলাকা থেকে মো. আশরাফুল আলম (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আশরাফুল আলম দিনাজপুরের সাহেবগঞ্জ এলাকার আমজাদ আলীর পূত্র বর্তমান সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার বাসিন্ধা।
জানা যায়, মাদক ব্যবসায়ী আনোয়ারের ইয়াবা পাচারকালে গোয়েন্ধা পুলিশের হাতে আটক হয় আশরাফুল আলম। আটকের পর আশরাফুল বলে ইয়াবা ও গাজা সোর্স আনোয়ারের। সে অন্যত্র ইয়াবা ও গাজা বিক্রি করার উদ্ধেশ্যে কাষ্টঘর থেকে বের হওয়া মাত্রই আটক হয়।
পরে সিলেট মহানগর গোয়েন্ধা পুলিশের এসআই মো. মাহবুব আলম মন্ডল বাদী হয়ে একটি মামলা করেন। যার নং(৫৭৯২ তারিখ ০২/০৮/ ২০১৯ ইং)।আটককৃ আশরাফুলকে কোতোয়ালী থানার মাধ্যমে আদালতে পেরন করা হয়।
এই মামলায় ইয়াবা ব্যবসায়ী নগরীর বেতরবাজার এলাকার বাসিন্ধা ইদ্রিস মিয়ার ছেলে আনোয়ার (২৮)কে আসামী করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
আনোয়ারের একটি ছবিতে দেখা যাচ্ছে সে নগরীর কাষ্টঘরের ভিতর ইয়াবার রাম রাজত্ব কায়েম করছে। কাষ্টঘর এলাকা থেকে র্যাব ও ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাপ্তাহিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আনোয়ারের মরনব্যধি ইয়াবা সেবনে ধ্বংশ হচ্ছে সিলেটের যুব সমাজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ার পুলিশের হাতে আটক হয়নি।
এ ব্যপারে আনোয়ারের মোটোফনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে কল রিসিভ করেনি। যার ফলে আনোয়ারের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd