সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৫ আগস্ট) সকাল ১০ টায় এসআই হাবিবুর রহমান পিপিএম তাঁর ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন ‘আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েক দিন যাবত সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছি, সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হতে পারি।’
এ বিষয়ে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত কয়েক দিন যাবত সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছি। আমাদের থানা এলাকায় মশার উপদ্রব বেশি। মনে হচ্ছে ওই এলাকা থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। গত ৬/৭ দিনের চিকিৎসায় এখন কিছুটা ভালো আছি।
তিনি আরো বলেন, থানা এলাকায় ময়লা, আর্বজনা এবং অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd