সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, কোরবানী ঈদকে সামনে রেখে সকল পশুর হাটে নিরাপত্তা এবং ঈদের জামাতে নিরাপত্তা জোরদার করতে হবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে সিলেটের পর্যটন এলাকাগুলোতে বিপুল পরিমাণ পর্যটকের আগমণ হয়। তাই এই সময়ে পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান। সেই সাথে
তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে একটি কুচক্রী মহল দেশে নানা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এসব বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম বলেন, কেরাবানীর পশুর হাটকে কেন্দ্র করে অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন পশুবাহী ট্রাক আটকে পুলিশ হয়রানি করে। এবার এ ধরনের কোন হয়রানি হবে না। যদি কোথাও এমন ঘটনার অভিযোগ পাওয়া যায় তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এছাড়া পশুবাহী ট্রাকগুলো যেসব বাজারে যাবে সেগুলোর সামনে বাজারের নাম লিখে রাখার জন্য অনুরোধ জানান তিনি।
সভায় সিলেটের বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd