সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মামুন মিজানুর রহমান বলেছেন, বাসাবাড়ির টবে, ফ্রিজের পেছনে জমে থাকা পানি, এসির পানি, কমোডে আটকে থাকা পানি ইত্যাদিতে বংশবিস্তার করে। রাস্তার খানাখন্দ, পড়ে থাকা পুরোনো টায়ার, যেকোনো রকমের পাত্র, জেরিক্যান, মোটকথা যেখানে পানি কিছুদিন জমে থাকতে পারে, সেখানেই এদের বসবাস ও প্রজনন। তাই সব কিছুতেই পরিস্কার থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজে বসবাসকারি সবাইকে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করার আহŸান জানান তিনি।
তিনি গত শনিবার রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির উদ্যোগে কুশিঘাটের জামিয়া ইসলামিয়া শাহ গাযী সৈয়দ বুরহান উদ্দিন মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর পিডিজি শহীদ আহমদ চৌধুরী, এসিসট্যান্ট গভর্ণর রোটা: ওয়াদুদ আল মামুন, ডিষ্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী রোটা: সেলিম খান, ডিষ্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান মিজান, রোটা: কামাল আহমদ আম্বিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, প্রোগ্রাম চেয়ারম্যান রোটা: ইকবাল হোসেন, বক্তব্য রাখেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটা: হোসাইন আহমদ শিপন।
রোটা. সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা. জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটা. রুহেল আহমদ, রোটা. জিয়া উদ্দিন জুয়েল, রোটা. সেলিম হাসান, রোটা. মঈন উদ্দিন, রোটা. কাওসার আহমদ, রোটা. জুলহাস উদ্দিন পলাশ, রোটা. তারেক হাসান, রোটা. নুর আহমদ মুর্শেদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd