সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯
ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে ভারতকে হতাশ করে কিউইরাই হাসল শেষ হাসি। বৃষ্টিতে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ১৮ রানের জয়ে তারা পা রাখল ফাইনালের মঞ্চে। এদিকে কিউইদের কাছে হেরে বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিল ভারত। এই পরাজয়ে ক্ষুব্দ ভারতীয় সমর্থকরা। এ নিয়ে কোহলিরা সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন।
এছাড়া সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে হারের পর টেলিভিশন ভাঙছেন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। এক কথায় ভারতের এমন হারের পর টিভি ভাঙার হিড়িক চলছে নরেন্দ্র মোদির দেশে।
এদিন বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরেই অনেকেই টিভির স্ক্রিন বন্ধ করে দেয়া শুরু করেন। এরপর ধোনি-জাদেজা আশা দেখালেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। এ জুটি ভাঙার পরই টিভি ভাঙা শুরু করেন ভারতীয়রা। কিউইদের কাছে এমন শোচনীয় পরাজয়ের পর ক্ষুব্ধতাও প্রকাশ করেন অনেক সমর্থক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd