সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় বিধবার জায়গা দখল নিয়ে রোববার সকালে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার ছিটা গোটাটিকরের আব্দুল লতিফের মেয়ে রোজিনা বেগম, সেলিনা বেগম, আলতা মিয়ার মেয়ে জুবেদা বেগম। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সেলিনা বেগম বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করতে উঠেপড়ে লেগেছেন। সকালে ১০-১২ জন লোক নিয়ে তিনি জায়গা দখল করতে আসেন। ওই সময় আমরা বাধা দিলে তার লোকরা আমাদের উপর হামলা চালায়।
আলমপুর ফাড়ি ইনচার্জ এসআই রুবেল আহমদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd