নগরীতে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য আটক

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

নগরীতে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য আটক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : নগরের বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (২৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে অপহরণ ও চিহ্নিত চাঁদাবাজ চক্রের ৪ জন সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন (১) সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনাহর আলীর ছেলে তারেক  আহমদ (৩৫),বর্তমানে রায়নগর এলাকার বাসিন্ধা। সিলেটের জৈন্তাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে সাহেদুল ইসলাম রাজু (২৫), বর্তমানে রায়নগর এলাকার বাসিন্ধা। সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল মনাফের ছেলে আলী রাজা রাজন (৩২), বর্তমানে সাগরদিঘীরপাড় এলাকার বাসিন্ধা ও একই জেলা ও উপজেলার মো. মোখলেছুর রহমানের ছেলে চুন্নু (৩৯)।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আটককৃতদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিকটিম মোহাম্মদ আলী এর নিকট থেকে জোরপূর্বক আদায়কৃত নগদ ৩০হাজার টাকা ও ১টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে অপহৃত ভিকটিম মোহাম্মদ আলী বাদী হইয়া এজাহার করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৪৬, তাং- ২৩/০৪/২০১৯ খ্রিঃ ধারা- ৩৬৫/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..