জকিগঞ্জে দুই শিক্ষিকার হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

জকিগঞ্জে দুই শিক্ষিকার হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জকিগঞ্জের ডিগ্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও সহকারী শিক্ষিকার মাঝে আজ বুধবার (২৪ এপ্রিল) হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত প্রধান শিক্ষিক খাদেজা বেগম চৌধুরী ও সহকারী শিক্ষিকা হাসনা বেগম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষিকা হাসনা বেগম জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে প্রধান শিক্ষিকা খাদেজা বেগম উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে পৃথক অভিযোগ দায়ের করেছেন।

Manual4 Ad Code

জানা যায়, দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। প্রধান শিক্ষকের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সহকারী শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস, ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ আবুল মাসুদ ও এইউও জোবায়ের আহমদ গত ২৫ মার্চ ইউএনও বরাবরে এক প্রতিবেদন দাখিল করেন। প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হিন্দু শিক্ষককে মালাউনের বাচ্চা বলে গালি দেয়া, সভাপতির ছেলে কর্তৃক সহকারী শিক্ষকদের সাথে খারাপ আচরণ, দপ্তরীর সাথে অশালিন আচরণ, চাকরি খেয়ে ফেলার হুমকি, ১৮ বছর একই স্কুলে অবস্থান, গ্রুপিং সৃষ্টি করা, সময় না মেনে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান, বিদ্যালয়ের পরিবেশ অশান্ত করা, বিদ্যালয়ের কোমলমতি ও প্রতিবন্ধী শিক্ষার্থী কর্তৃক বাজারের ব্যাগ বহন করানো সহ ১০টি অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উক্ত প্রতিবেদনে উল্লেখ করেন তারা।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়ে চেইন অব কমান্ড বলে কিছু নেই এবং সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধও নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে প্রথমে প্রধান শিক্ষককে বদলি ও পরিস্থিতি বিবেচনায় সহকারী শিক্ষকদেরও বদলি করার সুপারিশ করেন তারা।

Manual3 Ad Code

এছাড়া গত ১৬ এপ্রিল এক শিক্ষার্থীকে চোর অপবাদ দিয়ে লাঞ্ছিত করায় শিক্ষার্থীর অভিভাবক সাখরপুর গ্রামের আব্দুল জব্বার প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বিরোধ চরমে রূপ নেয়।

আজকের ঘটনায় সহকারী শিক্ষক হাসনা বেগম বলেন, ‘অফিস কক্ষে হাজিরা দিতে গেলে প্রধান শিক্ষক আমাকে এলোপাতাড়ি মারপিট করেন।’

Manual2 Ad Code

প্রধান শিক্ষক খাদিজা বেগম বলেন, ‘সহকারী শিক্ষক হাসনা বেগম গত ১৭ এপ্রিল আমাকে না জানিয়ে স্কুলে অনুপস্থিত থাকেন এবং ২৩ এপ্রিল একইভাবে আমাকে না জানিয়ে বিদ্যালয় ছুটির পূর্বেই বিদ্যালয় ত্যাগ করেন। আজ অফিস কক্ষের টেবিল থেকে তিনি আমার মোবাইলটি হাতে নিলে আমি এর কারণ জিজ্ঞেস করায় সহকারী শিক্ষক হাসনা বেগম আমাকে মারধর করেন।’

Manual4 Ad Code

এ ব্যাপারে জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজন কুমার সিংহ বলেন, ‘শিক্ষকদের এ ধরনের দ্বন্দ্ব অপ্রত্যাশিত। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এর প্রভাব পড়বে। বিষয়টি তদন্ত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..