কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে কেফায়েত উল্লাহদের ২০ লক্ষ টাকা ব্যয়

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারে কেফায়েত উল্লাহদের ২০ লক্ষ টাকা ব্যয়

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ-শাহ আরফিন বাজার পর্যন্ত সড়ক সংষ্কার কাজ শুরু হওয়ার ৮ (আট) দিনের মাথায় প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। উক্ত সড়ক সংস্কার কাজে এ পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সড়ক সংষ্কার কাজের উদ্যোগ গ্রহণকারী আকলিমা এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী ও যুবলীগ নেতা কেফায়েত উল­াহ সহ এলাকার ব্যবসায়ী ও যুবকরা নিজ অর্থ ও শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

Manual2 Ad Code

উক্ত সড়কে কেফায়েত উল­াহ ও ব্যবসায়ীদের নিজ অর্থায়নে প্রথমে প্রতিদিন ৩০ জন শ্রমিক ও ১০০ জন স্বেচ্ছাসেবী কাজ করলেও গত তিন দিন যাবৎ ৫০ জন শ্রমিক এবং ২০০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। এ পর্যন্ত প্রায় তিনশত ট্রাক্টর বালু, ৫০ গাড়ি বোল্ডার পাথর ব্যবহার করা হয়েছে উক্ত সড়ক সংস্কার কাজে। পাশাপাশি সড়ক সংস্কারে প্রতিদিন ১৬ ঘন্টা করে পে-লোডার দিয়ে কাজ চলছে বলে জানান এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান- ভোলাগঞ্জ, রুস্তমপুর, নোয়াগাও, বাবুল নগর, জালিয়ারপাড়, চিকাডহর (নারায়নপুর), শাহ আরফিন বাজার ও ছনবাড়ি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক হল ভোলাগঞ্জ থেকে শাহ আরফিন বাজার সড়ক। উক্ত সড়ক দিয়ে চলাচল করতে ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয়। অল্প বৃষ্টিতেই হাঁটু সমান কাদা হয়ে যায় উক্ত সড়কে। দীর্ঘদিন যাবৎ উক্ত সড়ক যান চলাচলে অনুপযোগী হওয়ায় এলাকার যুবক ও ব্যবসায়ীরা মিলে সংস্কার কাজের উদ্যোগ নেয়। এ সড়ক সংষ্কার কাজের উদ্যোগতা ব্যবসায়ী ও যুবকরা অবশ্যই প্রশংসার দাবিদার। আশা করি- আগামীতেও তারা এ রকম উন্নয়ন কাজ করে যাবেন।

জালিয়ারপাড় যুবসমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি ফয়জুর রহমান বলেন, তারুণ্যের উদ্দীপনাই সুস্থ সমাজের চাবিকাঠি। সকল সামাজিক কাজে তরুণ ও যুবসমাজকে সামনে নিয়ে আসতে হবে। বিশ্বায়নের বৈপ্লবিক পরিবর্তনের যুগে তারুণ্যের শক্তি সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সকলের সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন। তিনি জালিয়ারপাড় যুবসমাজ কল্যাণ সংস্থার পক্ষে যুবলীগ নেতা কেফায়েত উল­াহ সহ এলাকার ব্যবসায়ী ও যুবকদের এসকল সামাজিক কাজে এগিয়ে আসার আহŸান জানান। সেই সাথে তিনি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার সড়ক সংস্কার কাজ পরিদর্শনে যান কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা আবু বক্কর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী কয়েছ আহমদ, তালহা জুবেল, জালিয়ারপাড় যুবসমাজ কল্যাণ সংস্থার সভাপতি বাবুল আহমদ, সহ-সভাপতি ফয়জুর রহমান, ছনবাড়ী যুবসমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সনজীব দাস, সমাজসেবী আজিজ আহমদ, লায়েক আহমদ, যুবলীগ নেতা কাদির আহমদ, মুহিন উল­াহ, রুহুল আমিন চৌধুরী, মোশাররফ হোসেন লাহিন, হুমায়ূন আহমদ, জাকারিয়া হোসাইন, ব্যবসায়ী আলী নুর, সাদ্দাম হোসেন, আলী হোসেন, সুজন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..