সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯
দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে পালিত হবে শবে মিরাজ। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী লায়লাতুল মিরাজের রাতেই মহানবী হযরত মুহম্মদ (সঃ) সাত আসমান অতিক্রম করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন।
৯ মার্চ থেকে রজব মাস শুরু হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন গত ৭ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর ৩ এপ্রিল সারাদেশে শবে মিরাজ পালনের কথা জানিয়েছিল।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদের আয়োজন করেছে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম এদিন ওয়াজ করবেন।
সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd