সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে রোববারের ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ২৮ ঘণ্টার বেশি বিদুৎবিহীন থাকায় দুর্ভোগে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীসহ উপজেলার মানুষ।
দীর্ঘ সময় পর সোমবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক করতে সক্ষম হয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি কমলগঞ্জবাসীর জীবনযাত্রা।
কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান মিঞা বলেন, পরীক্ষার সময়ে আলোর স্বল্পতা দূর করতে মোমবাতি, চার্জারসহ নিজস্ব উদ্যোগে আলোর বিকল্প ব্যবস্থা রাখা হয়েছিল।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. মোবারক হোসেন সরকার জানান, ঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে, বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত শেষে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ ফেরাতে কাজ চলছে।
কমলগঞ্জের ইউএনও আশেকুল হক বলেন, ২৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, কর্মজীবীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। এছাড়া সিএনজি চালিত যানবাহনের চলাচল ব্যাহত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd