| logo

৭ই বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০১৯ ইং

দৈনিক খোলা কাগজের সিলেট প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

প্রকাশিত : মার্চ ২৩, ২০১৯, ১৭:১৬

দৈনিক খোলা কাগজের সিলেট প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

সিলেট :: ভিন্নমাত্রার জাতীয় দৈনিক খোলা কাগজকে সিলেটে শীর্ষ অবস্থানে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা সদর ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

শনিবার দুপুরে সিলেটের শাহপরান রোডের আল আমান টাওয়ারে জেলার সকল উপজেলা প্রতিনিধির এক সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

খোলা কাগজের সিলেট ব্যুরো আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে জেলার সকল উপজেলা প্রতিনিধির মিলনমেলা বসে।

এসময় সাধারণ মানুষের মুখপত্র হিসেবে গণমানুষের কথা বলার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ায় সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান দিপু সিদ্দিকীর সভাপতিত্বে ও সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক মো. আজমল আলীর পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে মোবাইল ফোনে যুক্ত হন খোলা কাগজের কান্ট্রি ইনচার্জ আবু বকর সিদ্দিক। এ সময় তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন খোলা কাগজের সিলেট মহানগর প্রতিনিধি আবদুল আজিজ, সিলেট সদর প্রতিনিধি হাবিবুর রহমান, জৈন্তাপুর প্রতিনিধি সুয়েব আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি শাহ আলম, কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম, গোলাপগঞ্জ প্রতিনিধি খালেদ হোসাইন, দক্ষিণ সুরমা প্রতিনিধি নিজামুল হক লিটন, ছাতক দোয়ারা প্রতিনিধি রফিকুল ইসলাম, সিলেট ব্যুরোর বিজ্ঞাপন সহকারী টিটু তালুকদার প্রমুখ।

এদিকে সম্মেলনে যোগ দিতে আসার পথে বালাগঞ্জ প্রতিনিধি আবদুল কাদির সড়ক দুর্ঘটনায় আহত হন। সম্মেলনে তার সুস্থতা কামনা করা হয়।সংবাদটি 118 বার পঠিত.
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
 • 174
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  174
  Shares
 • 174
  Shares
Contact Us

crimesylhet.com

Address: অফিস : সুরমা মার্কেট তৃতীয় তলা বন্দরবাজার সিলেট।

Tel : +অফিস -০১৭১১-৭০৭২৩২
Mail : crimesylhet2017@gmail.com

Follow Us

Site Map
Show site map

ক্রাইম সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েভ সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।