সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে একটি অস্ত্র-গুলিসহ রেবা খাতুন ওরফে রেবা আলিম (৩৫) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
রেবা খাতুন ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। তিনি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডের সদস্য।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুলদিয়ার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেবা খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd